শিরোনামঃ
![]() ১৬-০৪-২০২১ ০৩:২১ অপরাহ্ন |
চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (বশেমুমেক) আইসিইউ ইউনিটের রোগীরা। তবে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদপুরের ৯ উপজেলার ২০ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল ৫১৭ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালে রয়েছে ১৬ শয্যার আইসিইউ ইউনিট। এ ইউনিটে দুই শিফটে ২৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৯ জন। ১৬ টি মনিটরের মধ্যে সচল রয়েছে ১০টি, ভেন্টিলেটর সচল আটটি। করোনা পরিস্থিতির কারণে প্রতিদিন রোগী বাড়লেও চিকিৎসক ও যন্ত্রাংশের অভাবে রোগীদের সেবাদান কার্যক্রম ব্যহত হচ্ছে।
আইসিইউ ওয়ার্ডের সেবিকা জুথিকা বিশ্বাস বলেন, করোনার সব থেকে ঝুঁকিপূর্ণ রোগীদের সেবা দেয়া হয় এ ওয়ার্ডে, আমরা সকলে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। স্বল্প সংখ্যক জনবল আর যতোটুকু চিকিৎসা সরঞ্জামাদি রয়েছে তা দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি।
হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ইনচার্জ ডা. আনন্ত কুমার বিশ্বাস বলেন, এ ওয়ার্ডে করোনা রোগীর চাপ বেশি থাকলেও চিকিৎসক নেই। অন্য ওয়ার্ডগুলোর অবস্থাও একই। এই মুহূর্তে চিকিৎসক, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, মনিটর ও ভেন্টিলেটর পেলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। তা না হলে হিমশিম খেতে হবে।
ফরিদপুর নাগরিক মঞ্চের সদস্য ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, দেশের দক্ষিণবঙ্গের অনেক রোগী এ হাসপাতালটিতে সেবা নিতে আসেন। দিনের পর দিন রোগীর সংখ্যা বাড়ছে। ফলে এ হাসপাতালে আইসিইউ আসন বৃদ্ধি, চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ সময়ের দাবি।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে হাসপাতালে রোগী বাড়ছে। শুধু ফরিদপুর নয় আশপাশের জেলাগুলো থেকে রোগীরা আসছেন চিকিৎসা সেবা নিতে। প্রতিদিনই রোগীদের আইসিইউ বেডের চাহিদা রয়েছে। আসন না থাকায় বাধ্য হয়ে তাদের ঢাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে।
চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আরও চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রাংশের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com