লকডাউনে খাবারের দাবিতে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৫ ০৪:১৮ পূর্বাহ্ন

  

লকডাউনে খাবারের দাবিতে বিক্ষোভ

নিউজরুম
১২-০৪-২০২১ ১০:১৫ অপরাহ্ন
লকডাউনে খাবারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোনার পূর্বধলায় নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের খাবারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন বয়সের নারী ও শিশুরা।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে নাজমা বেগমের নেতৃত্ব উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রবেশমুখে অবস্থান করে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে তাদের প্লেকার্ডে লেখা ছিল ‘লকডাউন দেন, ভাত দেন, সন্তান যখন না খেয়ে শোয়, কী করে মা-বাপ ঘরে রয়?, লকডাউন মানবো তবে, পেটে ভাত জুটবে হবে।’

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন আন্দোলনকারীদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেয়ার আশ্বাস দেন।
নারী নেত্রী নাজমা বেগম বলেন, একসপ্তাহ থেকে চলমান লকডাউনে পরিবারে কোনো আয় নেই। খেয়ে না খেয়ে দিন পার করছি। তাই নিন্ম আয়ের খেটে খাওয়া পরিবারের জন্য লকডাউনে প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদানের দাবি জানিয়ে এক কর্মসূচি পালন করা হয়েছে।


নিউজরুম ১২-০৪-২০২১ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 319 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com