করোনামুক্ত হয়েও ইরান যেতে পারলেন না জহির রায়হান
১৪ অক্টোবর, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন

  

করোনামুক্ত হয়েও ইরান যেতে পারলেন না জহির রায়হান

নিউজরুম
০৯-০৪-২০২১ ১২:৩৩ অপরাহ্ন
করোনামুক্ত হয়েও ইরান যেতে পারলেন না জহির রায়হান

দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হানের জন্য আরেকটি দুঃসংবাদ। বাংলাদেশ গেমসে খেলতে পারেননি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়। এবার করোনামুক্ত হয়েও যেতে পারলেন না ইরানে চ্যাম্পিয়নশিপ খেলতে।

চারজন অ্যাথলেটের যাওয়ার কথা ছিল ইরানের ইমরান রেজা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। জহির রায়হানকে রেখেই শুক্রবার ভোরে ইরান রওনা হয়েছেন বাকি তিন জন মোহাম্মদ ইসমাইল, মাহফুজুর রহমান ও আল আমিন।

বাংলাদেশ গেমস শুরুর আগের দিন ৩১ মার্চ করোনা পরীক্ষা করিয়েছিলেন জহির রায়হান। পরেরদিন রিপোর্ট পজিটিভ আসলে গেমসে আর খেলা হয়নি। এরপর আশায় ছিলেন নেগেটিভ হয়ে ইরানে গিয়ে নিজের পারফরম্যান্স করবেন।

কিন্তু ৮ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ এলেও ইরান যেতে পারেননি বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট।


নিউজরুম ০৯-০৪-২০২১ ১২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com