করোনা সচেতনতায় মাঠে নেমেছে নারী বাইকাররা
২১ অক্টোবর, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন

  

করোনা সচেতনতায় মাঠে নেমেছে নারী বাইকাররা

নিউজরুম
০৮-০৪-২০২১ ০৩:২০ অপরাহ্ন
করোনা সচেতনতায় মাঠে নেমেছে নারী বাইকাররা

করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক র‌্যালি, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছেন তারা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করেন। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী।

jagonews24

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা আরজু মান্দ বানু, সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাসে সচেতনতাই পারে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাইরে বের হলেই মাস্ক পরে বের হতে হবে সকলকে।


নিউজরুম ০৮-০৪-২০২১ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com