লকডাউন বন্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২৬ অক্টোবর, ২০২৫ ০৭:২৪ পূর্বাহ্ন

  

লকডাউন বন্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজরুম
০৫-০৪-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন
লকডাউন বন্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লকডাউন বন্ধ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

ব্যবসায়ীদের দাবি, লকডাউনে ব্যাংক-বীমা অফিস চলছে। কিন্তু শুধু মাত্র আমাদের সাধারণ ব্যবসায়ীদের দোকান-পাট কেন বন্ধ থাকবে। তাই আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের দোকান-পাট খোলার সুযোগ দেওয়া হোক।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ‘চৌমুহনী বাজার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই আমরা প্রতিদিন এ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগনকে সচেতন করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার বলেন, ‘সকাল থেকে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি বাসসহ ১৩টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার চারশ টাকা জরিমানা করা হয়েছে।’


নিউজরুম ০৫-০৪-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com