চট্টগ্রামে আরও ৪৬৭ জনের শরীরে করোনা শনাক্ত
২২ অক্টোবর, ২০২৫ ০৩:২০ পূর্বাহ্ন

  

চট্টগ্রামে আরও ৪৬৭ জনের শরীরে করোনা শনাক্ত

নিউজরুম
০৩-০৪-২০২১ ০৩:২৯ অপরাহ্ন
চট্টগ্রামে আরও ৪৬৭ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৬৭ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২৬৮ জনে।

শনিবার (৩ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষায় ৪৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩৮৫ জন এবং উপজেলার ৮২ জন।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, পর্যটন কেন্দ্রসহ সকল ধরণের জনসমাগম ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এ ছাড়াও সন্ধ্যা ৬টার পর ফার্মেসি-নিত্যপণ্যের বাজার ছাড়া অন্যসব দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


নিউজরুম ০৩-০৪-২০২১ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 232 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com