শিরোনামঃ
![]() ০১-০৪-২০২১ ০৫:৪৫ অপরাহ্ন |
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে বৃহস্পতিবার জিতেছে পঞ্চগড় ও মাগুরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গেমসের নারী ফুটবলের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পঞ্চগড় জেলা ২-১ গোলে ফরিদপুর জেলাকে হারিয়েছে। পঞ্চগড়ের তৃষা রানী ২টি গোল করেন। ফরিদপুরের একমাত্র গোলদাতা সাধনা মৈত্রী।
দিনের দ্বিতীয় ম্যাচে মাগুরা জেলা ৩-১ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হারিয়েছে। মাগুরার মারিয়া খাতুন ২টি ও জয়ন্তী মন্ডল একটি গোল করেন। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে এক গোল করেন পূজা রানী দাস।
মেয়েদের ফুটবলে ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে-ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় ফুটবল দল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com