ভ্যাকসিনের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের প্রাধান্য দিচ্ছে ব্রিটেন
২২ অক্টোবর, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

  

ভ্যাকসিনের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের প্রাধান্য দিচ্ছে ব্রিটেন

নিউজরুম
৩০-০৩-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন
ভ্যাকসিনের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের প্রাধান্য দিচ্ছে ব্রিটেন

করোনারোধী ভ্যাকসিনের ক্ষেত্রে নিজের দেশের নাগরিকদেরই প্রাধান্য দিচ্ছে ব্রিটেন। দেশটি প্রাপ্ত বয়স্ক সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার ওপর জোর দিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আয়ারল্যান্ডের মতো প্রতিবেশী অন্যান্য দেশকে ভ্যাকসিন সরবরাহের আগে ব্রিটেন নিজ দেশের নাগরিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে চাচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী কোয়াশি কোয়ারতেং।

ইতোমধ্যেই ব্রিটেনে ৩ কোটির বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। এরা সবাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে সবচেয়ে দ্রুত ভ্যাকসিন কার্যক্রম চলছে। আগামী জুলাইয়ের শেষ দিকে প্রাপ্ত বয়স্ক সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

স্কাই নিউজকে বাণিজ্যমন্ত্রী কোয়াশি বলেন, ‘ব্রিটেনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়কেই আমরা জোর দিচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে চাই। তবে নিজ দেশের নাগরিকরা আমাদের কাছে বেশি প্রাধান্য পাবে।’

তিনি আরও বলেন, ‘ব্রিটেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করছে যেন তাদের জনগণকে ভ্যাকসিন সরবরাহের বিষয়টি নিশ্চিত করা যায় এবং এটা কোনো প্রতিযোগিতা নয়।’

ব্রিটেনকি আয়ারল্যান্ডকে সহযোগিতা করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ থাকে তবে আমরা অবশ্যই তাদের দিতে পারতাম। কিন্ত এই মুহূর্তে ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ নেই বলেই উল্লেখ করেছেন তিনি।

কোয়াশি বলেন, আমাদের প্রচুর লোককে এখনও ভ্যাকসিন দেয়া বাকি। কয়েক মিলিয়ন ডলার ভ্যাকসিনের ডোজ নেয়ার জন্য ইতোমধ্যেই চুক্তি করেছে ব্রিটেন।


নিউজরুম ৩০-০৩-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 230 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com