অভিষেকে বড় ভাই রুবেলকে ‘মুক্তি’ দিলেন শরিফুল
১৫ অক্টোবর, ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন

  

অভিষেকে বড় ভাই রুবেলকে ‘মুক্তি’ দিলেন শরিফুল

নিউজরুম
২৮-০৩-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
অভিষেকে বড় ভাই রুবেলকে ‘মুক্তি’ দিলেন শরিফুল

ওয়ানডে সিরিজের পুরোটা সময় বাইরে বসেই কাটিয়েছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছেন দলে, হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। কিন্তু নিজের অভিষেকটি মোটেও মনে রাখার মতো করতে পারেননি পঞ্চগড়ের এই ১৯ বছর বয়সী তরুণ।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ দলের ইনিংস থেমেছে মাত্র ১৪৪ রানে, মিলেছে ৬৬ রানের বড় ব্যবধানে পরাজয়। আর এ পরাজয়ের ম্যাচে বিব্রতকর রেকর্ডে জড়িয়ে গেছে শরিফুলের নাম।

গত শুক্রবার (২৬ মার্চ) ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলা দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের জায়গায় আজ দলে নেয়া হয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুলকে। আর দলে সুযোগ পেয়ে রুবেলকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন শরিফুল। অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বাজে বোলিংয়ের কীর্তি যে এখন তারই নামে।

নিউজিল্যান্ডের সংগ্রহ ২১০ রান হওয়ার পথে নিজের ৪ ওভারে ৫০ রান খরচ করেছেন শরিফুল। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি অভিষেকে আর কোনো বোলার এতো রান দেননি। অর্থাৎ বাংলাদেশের হয়ে কুড়ি ওভারের অভিষেক ম্যাচে ৫০ রান খরচ করা প্রথম বোলারই শরিফুল।

jagonews24

বিব্রতকর রেকর্ডের আগে ক্যাচ ধরেছিলেন শরিফুল। সেটিও বাতিল হয় সীমানায় পা স্পর্শ করায়

এতদিন ধরে এ তালিকায় সবার ওপরে ছিলেন রুবেল হোসেন। ২০০৯ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৪৯ রান খরচ করেছিলেন তিনি। এছাড়া অভিষেক ম্যাচে ৪০ বা তার বেশি রান খরচ করেছেন আরও চারজন- আবু জায়েদ রাহী (৪৫), সোহাগ গাজী (৪৪), আবু হায়দার রনি (৪০) ও সাকলাইন সজীব (৪০)।

তবে আন্তর্জাতিকভাবে এ রেকর্ডের বেশ দূরেই রয়েছেন শরিফুল। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ৫০ বা তার বেশি রান দেয়া ১১তম বোলার শরিফুল। অভিষেকে সর্বোচ্চ ৬৪ রান খরচ করেছেন জিমি অ্যান্ডারসন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেকে এই রেকর্ডে নিজের নাম জড়ান ইংলিশ পেসার। যা থেকে মুক্তি পাননি এখনও।

এছাড়া অভিষেক টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি রান খরচ করা অন্য ৯ বোলার হলেন ভারতের জোগিন্দর শর্মা (৫৭), স্কটল্যান্ডের হামজা তাহির (৫৭), ফিলিপাইনের সুরিন্দর সিং (৫৬), ভারতের মোহাম্মদ সিরাজ (৫৩), ভুটানের টবডেন সিংয়ে (৫৩), ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (৫২), ভারতের আশিষ নেহরা (৫২), নিউজিল্যান্ডের ড্যারেল টাফি (৫০) ভুটানের সোনাম টবগা (৫০)।


নিউজরুম ২৮-০৩-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 372 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com