শিরোনামঃ
![]() ২৭-০৩-২০২১ ০৫:৩৭ অপরাহ্ন |
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে আজ (শনিবার) সকালে ভারত গেছেন সাকিব আল হাসান। আইপিএলের এই বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন আরও একজন- মোস্তাফিজুর রহমান।
গত মাসের ১৮ তারিখ হওয়া নিলাম থেকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি এ পেসার। তবে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
কেননা মোস্তাফিজকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়া হবে কি না তা এখনও ঠিক করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ আগামী মাসের ২১ তারিখ থেকে শ্রীলঙ্কার মাটিতে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে প্রস্তুতি ম্যাচ ও কোয়ারেন্টাইনের কারণে ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
সাকিব আল হাসান আগেই ছুটি নিয়ে রেখেছেন আইপিএলে খেলার জন্য। তাই তিনি চলে যেতে পেরেছেন ভারতে। তবে মোস্তাফিজ এ বিষয়টি দিয়ে রেখেছেন পুরোপুরি ক্রিকেট বোর্ডের হাতে। শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে না রাখা হলে, তাহলে আইপিএল খেলবেন বলে জানিয়েছেন তিনি। আর তাকে সেই স্কোয়াডে রাখা হবে কি না সেটি এখনও ঠিক করেনি বিসিবি।
আজ (শনিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক। ক্রিকেট বোর্ডের কাছ থেকে মোস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত পাওয়ার পরই শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তাকে (মোস্তাফিজ) বিবেচনা করা বা করার কথা ভাববেন নির্বাচকরা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজ্জাক বলেছেন, ‘এটা (মোস্তাফিজের আইপিএল খেলা) হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত যে, আইপিএল খেলবে কি না মোস্তাফিজ। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, মুস্তাফিজ আইপিএল খেলবে, তাহলে অবশ্যই ও যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘দলের ব্যাপারে এখনও একটা নির্দিষ্টসংখ্যক খেলোয়াড় নিয়ে আমরা আছি। সব বৈঠক হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই আগাবে এটা। সবকিছু ঠিকঠাক হলে দল ঘোষণা হবে। মোস্তাফিজও এটার বাইরে নয়। আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা কিন্তু ক্রিকেট বোর্ডের হাতে। যদি মোস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হয়, তাহলে ওকে ছাড়া আমরা দল বিবেচনা করব।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com