মেয়েদের ডিওডোরেন্ট ব্যবহার করেন স্টোকস-মরগ্যানরা!
১৫ অক্টোবর, ২০২৫ ০৯:২৪ অপরাহ্ন

  

মেয়েদের ডিওডোরেন্ট ব্যবহার করেন স্টোকস-মরগ্যানরা!

নিউজরুম
২৭-০৩-২০২১ ০১:৪১ অপরাহ্ন
মেয়েদের ডিওডোরেন্ট ব্যবহার করেন স্টোকস-মরগ্যানরা!

ক্রিকেটারদের জীবনে কত মজার ঘটনাই না ঘটে! তাদের ব্যক্তিজীবন সম্পর্কে মানুষের আগ্রহেরও কমতি নেই। কে কোন কাপড় পরছেন, কি জুতো পড়ছেন, কিভাবে স্টাইল করছেন-সব কিছুরই খোঁজখবর রাখতে চান ভক্ত-সমর্থকরা।

ক্রিকেটারদের অজানা অনেক খবর জেনে তারা পুলকিত হন, মাঝেমধ্যে বিস্ময়ে চোখ কপালে ওঠে। বেন স্টোকসের কথা শুনেই যেমন চোখ কপালে উঠবে যে কারও।

ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার দলের ভেতরের এক খবর ফাঁস করেছেন সম্প্রতি। যেটাকে হাস্যকর বা মজাদারই মনে হবে যে কারো কাছে। স্টোকস জানিয়েছেন, মাঠে নামার আগে তারা মেয়েদের ডিওডোরেন্ট ব্যবহার করেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ইংলিশ অলরাউন্ডার নিজে জানিয়েছেন এমন কথা।

ডিওডোরেন্টের কাজ শুধু সুগন্ধ ছড়ানোই নয়, পাশাপাশি শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে এটি। কিছু কিছু ডিওডোরেন্ট আবার শরীরের ঘামও নিয়ন্ত্রণ করে থাকে। রোদে খেলতে নামা ক্রিকেটারদের অনেকেই তাই ডিওডোরেন্ট ব্যবহার করেন।

তাই বলে ছেলে হয়ে মেয়েদের ডিওডোরেন্ট? কেন? 'টকসস্পোর্টসে'র সঙ্গে আলাপে স্টোকস বলেন, ‘এটার সুগন্ধ বেশি ভালো লাগে। শুধু আমি একাই এটা ব্যবহার করি না।’

ওই অনুষ্ঠানের উপস্থাপিকা লরা উডস, অ্যালি ম্যাকয়েস্ট এবং জেমি ও’হারা আগ্রহী হয়ে জানতে চান, এই ডিওডোরেন্টগুলো দলের কে কে ব্যবহার করেন? স্টোকসের জবাব, ‘আমাদের পুরো দলই।’

শুক্রবার পুনেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই স্টোকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের ৩৩৭ রানের বড় লক্ষ্য ৬ উইকেট আর ৩৯ বল হাতে রেখেই তাড়া করেছে ইংল্যান্ড।

যদিও মাত্র ১ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে ইংলিশ অলরাউন্ডারকে। ৫২ বলে ৯৯ রান করে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ আউট হন স্টোকস। এছাড়া জনি বেয়ারস্টো খেলেন ১১২ বলে ১২৪ রানের ইনিংস।


নিউজরুম ২৭-০৩-২০২১ ০১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com