মাদ্রিদ ডাকলেই জুভেন্টাস ছেড়ে চলে আসবেন রোনালদো!
১৭ অক্টোবর, ২০২৫ ০৩:২৫ পূর্বাহ্ন

  

মাদ্রিদ ডাকলেই জুভেন্টাস ছেড়ে চলে আসবেন রোনালদো!

নিউজরুম
২৪-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
মাদ্রিদ ডাকলেই জুভেন্টাস ছেড়ে চলে আসবেন রোনালদো!

মৌসুম শেষ হওয়ার আগেই আগামী দলবদলের বাজার সরগরম হয়ে উঠেছে বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির সম্ভাব্য ট্রান্সফার নিয়ে। মেসি তো ক্লাব ছাড়বেন- এই কথার ওপর পুরোপুরি স্থির রয়েছেন তিনি।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দিচ্ছে জুভেন্টাস- এই খবরেও সরগরম ফুটবলাঙ্গন। এমন পরিস্থিতিতে মাদ্রিদভিত্তিক জনপ্রিয় পত্রিকা মার্কা রিপোর্ট প্রকাশ করেছে, ‘যদি জুভেন্টাস ছেড়ে দেয়, তাহলে রিয়াল মাদ্রিদ লুফে নিতে পারে সিআর সেভেনকে।’

কিছুদিন আগে রিয়াল কোচ জিনেদিন জিদানও স্পষ্ট বলে দিয়েছেন, তারা বিষয়টার প্রতি নজর রাখছেন। জিদান বলেছিলেন, ‘সম্ভবত। তিনি তো এখন জুভেন্টাসের ফুটবলার। যদি তারা ছেড়ে দেয়, তাহলে আমরা চেষ্টা করবো।’

যদিও ট্যাক্স সম্পর্কিত জটিলতা রয়েছে। তবে যে টুকু জানা যাচ্ছে, তাতে বোঝা যায়, জুভেন্টাস ছেড়ে দিলেই রোনালদোকে লুফে নিতে পারে রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে এখনও পর্যন্ত ৩৪ ম্যাচে ৩০ গোল করেছেন রোনালদো। এতেই প্রমাণ হয়, জুভেন্টাস তারকা এখনও একটি গোল মেশিন। গত মৌসুমে ৪৬ ম্যাচে করেছেন ৩৭ গোল। আগের মৌসুমে করেছেন ৪৩ ম্যাচে ২৮ গোল। অর্থ্যাৎ, ২০১৮ সালে রোনালদো মাদ্রিদ ছাড়ার পর থেকে রিয়াল মোট ৯৫টি গোল বঞ্চিত হয়েছে।

রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর তার জায়গাটা নেয়ার চেষ্টা করেন করিম বেনজেমা। কিন্তু সিআর সেভেনের ছায়ায় আর নিজের ওপর থেকে সরাতে পারেননি ফরাসি ফুটবলার বেনজেমা।

রিয়াল অধিনায়ক সার্জিও রামোস সম্প্রতি তার সাবেক সতীর্থ সম্পর্কে বলেন, ‘আমি কোনোভাবেই তাকে (রোনালদো) যেতে দিতাম না। কারণ, সে হচ্ছে বিশ্বের সেরা একজন ফুটবলার। সম্ভবত সে আমাদেরকে শিরোপা জয়ের কাছাকাছিও নিয়ে যেতে পারতো।’

তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে হারানো, রিয়াল মাদ্রিদকে হারানো একই কথা। তিনি ছিলেন একজন নিষ্পত্তিমূলক (ডিসিসিভ) খেলোয়াড়। যার কাজই ছিল আামাদেরকে জেতানো।’

জিদানও সম্প্রতি বলে দিয়েছেন, আগামী গ্রীষ্মের দলবদলে সুযোগ পেলে রোনালদোকে নিয়ে নেবেন। তিনি বলেছিলেন, ‘তার ফিরে আসা হতে পারে।’

তবে এ জন্য জিদানরা তাকিয়ে আছেন রোনালদো কী সিদ্ধান্ত নেন, সেটা জানার জন্য। কারণ, রোনালদো নিজেই হয়তো বুঝতে পারছেন, তার ইতালী অভিযাত্রা হয়তো এই মৌসুমেই শেষ। ২০১৮ সালে মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাওয়ার উদ্দেশ্যই ছিল, জুভদের চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। তাদের এই প্রজেক্টের মধ্যমনিই ছিলেন সিআর সেভেন।

কিন্তু বাস্তবতা হলো, গত তিন মৌসুমে চরম হতাশা জন্ম দিচ্ছে জুভেন্টাস। গত দুই মৌসুমে তো দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদেরকে। যার ফলে জুভেন্টাসের রোনালদোর প্রতি মুগ্ধতা কমে গেছে। এটা আর ঠিক হওয়ার মত নয়। বরং, রোনালদোকে ছেড়ে দেয়ার কথাই ভাবতে শুরু করেছে জুভরা।

জানা যাচ্ছে, রোনালদো নিজেই চান জুভেন্টাস ছাড়তে এবং মাদ্রিদে এসে পুরনো সতীর্থদের সঙ্গে এক হতে। লজ ব্লাঙ্কোজরাও বিশ্লেষণ করছে, তারা রোনালদোর ব্যাপারে চুক্তি করবে কী করবে না- এ নিয়ে। তারা উভয় পক্ষই জানে, ২০১৮ সালের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়।


নিউজরুম ২৪-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com