জোড়া অভিষিক্ত নিয়ে ওয়ানডেতে নামল ভারত
১৭ অক্টোবর, ২০২৫ ০১:১১ পূর্বাহ্ন

  

জোড়া অভিষিক্ত নিয়ে ওয়ানডেতে নামল ভারত

নিউজরুম
২৩-০৩-২০২১ ০২:৪৩ অপরাহ্ন
জোড়া অভিষিক্ত নিয়ে ওয়ানডেতে নামল ভারত

দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সফরকারীদের আমন্ত্রণে ব্যাট করতে নেমেছে ভারত।

এ ম্যাচে জোড়া অভিষেক করিয়েছে স্বাগতিকরা। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া এবং ফাস্ট বোলার প্রাসিদ কৃষ্ণাকে দেয়া হয়েছে ওয়ানডে ক্যাপ। টস হেরেও কোনো আক্ষেপ নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির কণ্ঠে।

অন্যদিকে ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। এছাড়া দলে আনা হয়েছে মঈন আলি, আদিল রশিদ, মার্ক উড, স্যাম কুরান ও টম কুরানকে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব এবং প্রাসিদ কৃষ্ণা।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কুরান, টম কুরান, স্যাম বিলিংস, মঈন আলি, আদিল রশিদ এবং মার্ক উড।


নিউজরুম ২৩-০৩-২০২১ ০২:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com