দ.কোরিয়ায় অভিবাসীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন

  

দ.কোরিয়ায় অভিবাসীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার নির্দেশ

নিউজরুম
২০-০৩-২০২১ ০৫:৫৯ অপরাহ্ন
দ.কোরিয়ায় অভিবাসীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার নির্দেশ

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মাঝে যেন ভাইরাসটি ছড়িয়ে না পড়ে সেজন্য বৈধ-অবৈধ অভিবাসীদের বাধ্যতামূলক ২২ মার্চের মধ্যেই ফ্রি করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে গিয়ংগি প্রদেশের ভাইস গভর্নর লি ইয়ং চুন।

জানা গেছে, ১০ হাজার ১৭১ বর্গ কিলোমিটারজুড়ে গিয়ংগি প্রদেশে ৩১টি অঞ্চল রয়েছে। যেখানে মোট জনসংখ্যার এক চতুর্থাংশ কোরিয়ানের বসবাস। সরকার ঘোষিত বিদেশি কর্মীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করার জন্য এলাকাগুলোতে রেড জোন ঘোষণা করা হয়েছে।

রেড জোনে থাকা অঞ্চলগুলো হলো- দংদোছন, ওসান, নামিয়াংজু, পিয়ংটেক, হোয়াসং, সুয়ন, আনসান, গুনপো, সিহং, আনিয়াং, উইওয়াং, সংনাম, গাচ্ছন, গোয়াংমিয়ং, বুচ্ছন, গিম্পু, গয়াং, পাজু, উইজংবু, ইয়াংজু, ইয়াংছন, পুচ্ছন, গুরি, গাপিয়ং, হানাম, আনসং, ইয়ংইন, ইচ্ছন, ইয়জু, খোয়াংজু ও ইয়াংপিয়ং।

সরকারি তথ্য অনুসারে, গত দুই মাসে ১ হাজার ৭৪৭ জন বিদেশি নাগরিকের করোনা পজিটিভ পাওয়া যায়। সম্প্রতি দংদোছন এলাকার একটি কোম্পানিতে ৮০ জনসহ মোট ১৫১ জনের এবং নামিয়াংজু এলাকার একটি প্লাস্টিক কোম্পানিতে ১২৪ জন বিদেশির করোনা পজিটিভ আসে। এতে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সরকার।

এক প্রশাসনিক আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে করোনা পরীক্ষা না করলে বিশ লাখ ওন বা ১৭৭৪ মার্কিন ডলারের বেশি জরিমানা হতে পারে।

jagonews24

এর আগে, সিউল সরকার আদেশ জারি করেছিল, সিউল অঞ্চলে বিদেশিকর্মীদের মাধ্যমে যেন করোনাভাইরাস ছড়িয়ে যেতে না পারে সেজন্য ১৭ থেকে ৩১ মার্চের মধ্যে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে।

এদিকে আমেরিকা চেম্বার অব কমার্স ইন কোরিয়া, বিদেশি চিকিৎসাকর্মী এবং মানবাধিকার কমিশনের প্রতিবাদ ও সমালোচনার পরে ১৯ মার্চ সিউলে বিদেশিকর্মীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করার প্রয়োজনের আদেশটি প্রত্যাহার করা হয়।

সিউল সিটি কর্পোরেশন জানায়, এখন কেবলমাত্র উচ্চ ঝুঁকিপূর্ণ কর্মস্থলে বিদেশিকর্মীদের- ঘনিষ্ঠ কিংবা একই প্রতিষ্ঠানে নিযুক্ত কোরিয়ানদের পরীক্ষা করার জন্য সুপারিশ করেছে।

কোরিয়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান চো ইয়ং বলেছেন, বিদেশিরা এই আদেশকে বৈষম্য বলে অভিহিত করে আমাদের কাছে আবেদন করে বলেছে তারা বর্ণবাদ। তাই তদন্ত শুরু হওয়ার পর শুক্রবার এই পরিবর্তন এসেছে।

কোরিয়া হেল্লিম ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের প্রফেসর লি জে গ্যাপ জাতীয় পত্রিকা কোরিয়া হেরাল্ডকে বলেন, এটা হাস্যকর, মহামারি পরিস্থিতিতে বিদেশিরা কিভাবে কোরিয়ানদের থেকে আলাদা? কোরিয়ানদের বাদ দিয়ে শুধুমাত্র সমস্ত বিদেশিদের করোনা পরীক্ষার আদেশ, এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।

এদিকে, গিয়ংগি প্রদেশের বিদেশিদের নতুন চাকরি সন্ধানের সময় কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট জমা দেয়ার আদেশটি প্রত্যাহার করেছে সরকার। এছাড়া ২২ মার্চের মধ্যেই গিয়ংগি প্রদেশের বিদেশিদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করার নির্দেশনা সংবলিত সরকারি বার্তা বিদেশি নাগরিকদের মোবাইলে পাঠানো হয়েছে।

jagonews24

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে করোনা পরীক্ষা কেন্দ্রে হাজার হাজার প্রবাসীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পরীক্ষা করাতে গিয়ে যাতে করোনা সংক্রমণ না হয় সে পরামর্শ দিয়ে ইপিএস কর্মীদের একমাত্র প্রশিক্ষক শেখ মুরাদ হোসেন বলেন, লোকজনের কাছাকাছি না গিয়ে নিরাপদে পরীক্ষা করাতে হবে।

লোকজনের সঙ্গে বৈষম্য বিষয়ে গিম্পু সিটি মেয়রের বিদেশিদের প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম টনি বলেন, সবার মঙ্গলের জন্যই ফ্রি করোনা টেস্ট করছে সরকার। এখানে বৈষম্যের কিছু নেই।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বৈধ এবং ভিসাবিহীন বিদেশিকর্মীদের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য পরীক্ষা কেন্দ্রে যেসব তথ্য সংগ্রহ করা হবে তা শুধুমাত্র মহামারি প্রতিরোধ সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে এবং পরীক্ষা কেন্দ্রে ভিসাহীন লোকদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করবে না।


নিউজরুম ২০-০৩-২০২১ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com