১৩০ রান করার দল তো আমরা নই : তামিম
১৭ অক্টোবর, ২০২৫ ০৩:৪২ পূর্বাহ্ন

  

১৩০ রান করার দল তো আমরা নই : তামিম

নিউজরুম
২০-০৩-২০২১ ০৪:৩৬ অপরাহ্ন
১৩০ রান করার দল তো আমরা নই : তামিম

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই বিদেশি দলগুলোর জন্য কঠিন। বাংলাদেশের জন্যও ব্যতিক্রম নয়। তবে এবার আগেভাগে নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সময় পেয়েছে বেশ। তাই প্রত্যাশাটাও অন্য যে কোনোবারের চেয়ে বেশি।

সিরিজের প্রথম ওয়ানডেতে সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির কোনো মিলই দেখা গেল না। বরং পারফরম্যান্সটা হলো অন্য অনেক ম্যাচের চেয়েও যাচ্ছেতাই। ১৩১ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল টাইগাররা।

এমন পারফরম্যান্সের পর আর কীইবা বলার থাকতে পারে অধিনায়কের? তামিম ইকবাল কোনো অজুহাতও দিলেন না। বরং মেনে নিলেন, তারা ভালো খেলতে পারেননি।

তামিম বলেন, ‘সত্যি কথা বলতে এই ম্যাচ থেকে পজিটিভ কোনো কিছুই নাই নেয়ার। যদি আমার বলতেই হয়, তাহলে মেহেদি যে ৫-৬ ওভারের স্পেল করেছে, ভালো বল করেছে। এছাড়া আমি কোনো কিছু দেখি না যে এখান থেকে নেওয়ার আছে।’

ডানেডিনে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের দিনে অভিষিক্ত শেখ মেহেদি হাসান মোটামুটি ভালো করেছেন। ব্যাট হাতে ২০ বলে ১৪ রানে আউট হলে পরে বোলিংয়ে কিউই ব্যাটসম্যানদের কিছুটা বিপদে ফেলতে পেরেছিলেন। ৬ ওভারে উইকেট না পেলেও খরচ করেন মাত্র ১৭ রান।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। সকালের কন্ডিশনে ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনদের বল খেলতে সমস্যা কিছুটা হয়েছে, অস্বীকার করছেন না তামিম। তবু কিউই বোলারদের পারফরম্যান্স আর কন্ডিশনের প্রতিকূলতার চেয়ে নিজেদের দোষই বেশি দেখছেন টাইগার অধিনায়ক।

তামিম বলেন, ‘হ্যাঁ, সকালে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল। সিম হচ্ছিল, সুইং হচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ডিসমিসালগুলো যদি দেখেন, এখানে ৩-৪টা ডিসমিসাল খুবই সফট ছিল। যেগুলো আমরা আশা করি না।’

বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি এতটাও কম নয় যে ১৩১ রানে অলআউট হয়ে যেতে হবে, তামিম মনে করেন তেমনটাই। তার ভাষায়, ‘যেটা আমি বললাম, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। আর ১৩০ রান করলে...। ১৩০ রান করার মতো টিম তো আমরা নই। যতই ডিফিকাল্ট সিচুয়েশন থাকুক না কেনো। সো অবশ্যই আমরা ভালো খেলিনি, ভুল শট সিলেকশন ছিল দেখেই ১৩০ রান করেছি।’

তাহলে কত রান হলে লড়াই করা যেতো? তামিম মনে করেন, সামনের ম্যাচগুলোতে লড়তে হলে কমপক্ষে ২৭০-২৮০ রান করতে হবে। তিনি বলেন, ‘আশা করি সামনের ম্যাচগুলোয় যে ভুল আমরা করেছি, যে সফট ডিসমিসাল আমাদের ছিল, এগুলো যদি আমরা রিপিট না করি, এখানে যদি আমাদের ভালো কিছু করতে হয়, তাহলে কমপক্ষে ২৭০-২৮০ রান করতে হবে।’


নিউজরুম ২০-০৩-২০২১ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com