এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ডু প্লেসিস
১৭ অক্টোবর, ২০২৫ ০৩:৪০ পূর্বাহ্ন

  

এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ডু প্লেসিস

নিউজরুম
১৭-০৩-২০২১ ০২:০২ অপরাহ্ন
এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ডু প্লেসিস

ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার বদলে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেনকে। এছাড়া নারী ক্রিকেটের চুক্তিতে প্রথমবার জায়গা পেয়েছেন লারা গুডাল।

গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডু প্লেসিস। তবে সাদা বলের ক্রিকেটের জন্য নিজেকে সবসময়ই প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতেই মূলক ডু প্লেসিসকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। যেন বিশ্বের যেকোনো লিগে সহজেই অংশ নিতে পারেন ডু প্লেসিস।

ডু প্লেসিসের জায়গায় সুযোগ পাওয়া হেনরিখ ক্লাসেনের অধিনায়কত্বেই পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এছাড়া ওয়ানডে, টি-টোয়েন্টি অনেকদিন ধরেই জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। যার পুরস্কার পেলেন এবার। অন্যদিকে ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে দারুণ খেলে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন লারা গুডাল।

কেন্দ্রীয় চুক্তির ঘোষণা আসায় এখন ঘরোয়া ক্রিকেট শুরুর প্রস্তুতি নিতে পারবে দক্ষিণ আফ্রিকার দলগুলো। শীর্ষে পর্যায়ে খেলা ৮ দলের সবাই নিজেদের স্কোয়াডে ১৬ জন করে খেলোয়াড় রাখতে পারবে। অন্যদিকে দ্বিতীয় বিভাগের সাত দলের প্রত্যেকে নিজেদের স্কোয়াডে ১১ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারবে।

দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তি
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রসি ফন ডার ডুসেন।

দক্ষিণ আফ্রিকা নারী দলের কেন্দ্রীয় চুক্তি
ড্যান ফন নিকার্ক, তৃষা ছেট্টি, নাদিন ডি ক্লার্ক, মিগনন ডু প্রিজ, লারা গুডাল, শাবনিম ইসমাইল, সিনালো জাফতা, মারিজান ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাতা ক্লাস, লিজল লিল, সুন লুস, তামি সেখুখুনে, ক্লো ট্রায়ন এবং লরা উলভার্ট।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০২:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 234 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com