শিরোনামঃ
![]() ০৮-০৩-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন |
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে ঢাকা কলেজে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল ঢাকা কলেজর প্রাঙ্গণ। সকাল সাড়ে ১০টায় র্যালির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
র্যালিটি কলেজের মূল ভবনের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিরপুর রোড ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। আলোচনায় যোগ দেন ঢাকা কলেজের শিক্ষকগণ। বক্তারা নারীদের কাজের ক্ষেত্রে বহুমুখী প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, নারীদের মানসিক স্বাস্থ্য বিষয়টি সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় মানসিকতার পরিবর্তন জরুরি।
বক্তারা নারীর সমান অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর শ্রমের মর্যাদার পূর্ণ স্বীকৃতি প্রয়োজন বলে মনে করেন। করোনাকালীন একজন নারী পরিবারকে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন বলেও উল্লেখ করেন।
নারী নেতৃত্বের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এসময় নারীদের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের বিষয়ে আলোচনা করেন অনেকে।
অনুষ্ঠানে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন বক্তব্য রাখেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার তার বক্তব্যে বলেন, ‘প্রতিটি ধর্মে নারীকে আলাদা সম্মান দেয়া হয়েছে অথচ নারী সবসময় তার প্রাপ্য সম্মান পায় না। নারীরা এখনও বিভিন্ন জায়গায় অবহেলিত। পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে নারীদের সঠিক মর্যাদা দিলে সমাজ ব্যবস্থার প্রকৃত উন্নয়ন ঘটবে।’
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com