টিকা দেয়ার সময় নার্সকে যা বললেন মোদি
২৫ অক্টোবর, ২০২৫ ০৯:৫৮ অপরাহ্ন

  

টিকা দেয়ার সময় নার্সকে যা বললেন মোদি

নিউজরুম
০১-০৩-২০২১ ১১:৩৮ পূর্বাহ্ন
টিকা দেয়ার সময় নার্সকে যা বললেন মোদি

করোনা টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ মার্চ) ৬০ বছরের অধিক এবং অসুস্থ ৪৫ বছরের অধিক বয়সীদের টিকা প্রদান শুরুর প্রথম দিনই টিকা নেন নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (এইমস) হাসপাতালে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা। খবর: এনডিটিভি

টিকা নেয়ার পর টুইটারে । এছাড়া টিকা নেয়ার সময় এইমসের প্রধান নার্স পি নিভেদার সঙ্গেও কথা বলেছেন তিনি।

তার সঙ্গে কী কথা হয়েছে- সে বিষয়ে নিভেদা জানান, ‘মোদি টিকা নেয়ার সময় তাদের সঙ্গে কথা বলেন এবং টিকা নেয়ার পর বলেন, ‘টিকা দেয়া শেষ? আমি বুঝতেই পারলাম না।’

তিন বছর হলো এইমসে আছেন নার্স পি নিভেদা। আজ সকালেই জানতে পারেন প্রধানমন্ত্রী মোদি আসছেন টিকা নিতে। তিনি বলেন, ‘আমাকে টিকা কেন্দ্রে দায়িত্ব দেয়া হয়েছে। আমাকে আজ ডাকা হয়। গিয়ে জানতে পারি প্রধানমন্ত্রী টিকা নিতে আসছেন। তার সঙ্গে দেখা করে অনেক ভালো
লাগছে।’

টিকার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। তারা কে কোথা থেকে এসেছেন তাও জানতে চান তিনি। কেরালার নার্স রোসাম্মা অনিল বলেন, ‘এটি ছিল দারুণ ব্যাপার। প্রধানমন্ত্রী অনেক আন্তরিক।’ ২৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানান তারা।

এদিকে টিকা নেয়ার পর টুইটারে মোদি লিখেছেন, ‘করোনা টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে করোনার বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন একসঙ্গে ভারতকে করোনামুক্ত করি।’


নিউজরুম ০১-০৩-২০২১ ১১:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 381 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com