ফল প্রকাশের পর শুভেন্দুর ওপরে হামলা
১৫ অক্টোবর, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন

  

ফল প্রকাশের পর শুভেন্দুর ওপরে হামলা

নিউজরুম
০৩-০৫-২০২১ ০৬:১৫ অপরাহ্ন
ফল প্রকাশের পর শুভেন্দুর ওপরে হামলা

ভোটের ফল প্রকাশের পরই হলদিয়ায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ওপর হামলা করা হয়েছে। রবিবার (২ মে) হারে হলদিয়ায় তার গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইটবৃষ্টি করে তৃণমূল। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এর পর গোটা এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।

রবিবারের ভোট গণনায় নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু ও মমতার মধ্যে দিনভর চলে টক্কর। প্রথমে জানা যায় নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকঘণ্টা পর জয়ের দাবি করেন শুভেন্দু। এরই মধ্যে পুনর্গণনার দাবি তোলে তৃণমূল।

রাত ১০টা নাগাদ জয়ের সার্টিফিকেট নিতে হলদিয়ার গণনাকেন্দ্রে পৌঁছন শুভেন্দু অধিকারী। হলদিয়ার হাসপাতাল মোড়ে তার গাড়ি পৌঁছতেই শুরু হয় ইটবৃষ্টি। বিজেপির দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে।

ঘটনার পরই এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। এলাকা খালি করে দেয় তারা। বিজেপির অভিযোগ, ক্ষমতা ফিরে পেতেই স্বমূর্তি ধারণ করেছে তৃণমূল। ফের বিরোধীদের ওপর হামলা শুরু করেছে তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


নিউজরুম ০৩-০৫-২০২১ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com