শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-১২-২০২৫ ১২:৪৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই দুই নম্বর নৌকাঘাট এলাকা থেকে শুক্রবার জবাই করে বস্তায় ভরা অবস্থায় ঘোড়ার মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (২৬ ডিসেম্বর) সকাল পৌণে আটটায় যমুনার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় মাংস পরিবহনে জড়িত ব্যক্তি ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র জাইদুল এবং চালক গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর পুত্র তারেক। এরমধ্যে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় দন্ডপ্রাপ্তরা জানান, কুড়িগ্রাম থেকে ঘোড়া এনে যমুনার সাউদটলার চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিলো তারা।
ইউএনও জানান, “ গোপন সংবাদের ভিত্তিতে যমুনার মেঘাই দুই নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বস্তায় ভরা ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করে দন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংসগুলো জনসন্মুখে মাটিতে পূঁতে ফেলা হয়েছে।”
অবিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com