শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-১২-২০২৫ ০৮:২০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদ্বয়কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহত ও আহত পরিবারদ্বয়ের সদস্যদের হাতে সমঝোতার ভিত্তিতে এই সহায়তার অর্থ তুলে দেয়া হয়।নিহত ব্যক্তির পরিবারকে ট্রাক মালিকের পক্ষ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও চিকিৎসাধীন আহত ব্যক্তির পরিবারকে নগদ আশি হাজার মোট দুই লাখ ত্রিশ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম রোডে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) মারা যান। তার বাড়ি উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামে। এসময় ভ্যানের চালক নূর আলম মারাত্মক আহত হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান,“এই সহায়তার বাইরেও সরকারি সংস্থা হিসেবে বিআরটিএ হতে উভয় পরিবারকে ৩/৪ লক্ষ টাকা এবং জেলা প্রশাসক, জেলা পরিষদ এবং উপজেলা দূর্যোগ ও ত্রাণ শাখা হতে বিভিন্ন এমাউন্টের ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com