কথা রাখলেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ
১৪ জানুয়ারী, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন

  

কথা রাখলেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ

আব্দুল জলিল
২৩-১২-২০২৫ ০৬:২৭ অপরাহ্ন
কথা রাখলেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ

স্টাফ রিপোর্টারঃ  

কথা রেখেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার সিমান্তবাজার এলাকায় সড়ক দুর্ঘটনাপ্রবণ স্থানে গতিরোধক(স্পিডব্রেকার) নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এ সংক্রান্ত একটি পোস্ট “ইউএনও কাজিপুর” নামক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাবাসী এই ঘটনাকে ইতিবাচক হিসেবে নিয়ে অনেকেই  প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

গত ১৫ ডিসেম্বর  সন্ধ্যাবেলা সিমান্তবাজার সংলগ্ন সিরাজগঞ্জ মেঘাই আঞ্চলিক মহাসড়কে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার্জার ভ্যানের ১ যাত্রী নিহত হয়।  ওই ভ্যানের চালক এখনো ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও ওই স্থানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

 ইউএনও দুর্ঘটনার পরে ঘটনাস্থলে গেলে উপস্থিত  স্থানীয় মানুষজন ওই স্থানে গতিরোধক (স্পিডব্রেকার)স্থাপন করে দেওয়ার দাবী উপস্থাপন করেন। এসময় ইউএনও ডিসেম্বর মাসের মধ্যেই সেখানে গতিরোধক (স্পিড ব্রেকার) বসবে। একইসাথে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে সরকারিভাবে সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ দুই পরিবারের সম্মতিতে ট্রাক মালিকের থেকেও ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,“ ঘটনাস্থলসহ একাধিক পয়েন্টে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় গতিরোধক স্থাপনের কাজ শুরু হয়েছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে অনুরোধ করবো সড়ক ও জনপদ বিভাগকে এই কাজে সহায়তা করতে এবং ঝুঁকিপূর্ণভাবে সড়কে যানবাহন না চালাতে।” 


আব্দুল জলিল ২৩-১২-২০২৫ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com