শিরোনামঃ
আব্দুল জলিল ২৩-১২-২০২৫ ০৬:২৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে আরচেস এর শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তায় আরচেস এর নিজস্ব কার্যালয়ে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেলথ এডুকেশন সার্ভিস (আরচেস) এর নির্বাহী পরিচালক আবিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আজ যারা আরচেস এর শিক্ষা বৃত্তির আওতায় এসেছে তাদের উচিত হবে দক্ষতা ও সুশিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। বাংলাদেশ এমন মেধাবীদের দিকেই তাকিয়ে আছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সংস্থাটির সহকারি পরিচালক গোলাম ফরহাদ আহমেদ. আরচেস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়ক আব্দুর রাজ্জাক , জোনাল ম্যানেজার রবিউল আউয়াল প্রমূখ। এই সংস্থাটি উচ্চ মাধ্যমিক পড়ুয়া মোট ২৫ জন শিক্ষার্থীকে দশ হাজার করে দুই কিস্তিতে অর্থ সহায়তার প্রথম কিস্তির চেক বিতরণ করে। প্রধান অতিথি উপকারভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com