কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন
১৪ জানুয়ারী, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

  

কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন

আব্দুল জলিল
২০-১২-২০২৫ ০৭:৫০ অপরাহ্ন
কাজিপুরে সেতু নির্মাণকাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোড থেকে সিংড়াবাড়ী শ্মশানঘাট রাস্তায় খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩৮ ফিট।  সেতুটি নির্মাণ করছেন মেসার্স সিয়াম এন্ড সিনান এন্টারপ্রাইজ। ২০২৫-২০২৬ অর্থবছরের এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ৯১ হাজার ৫১১ টাকা। নির্মাণকাজের উদ্বোধনকালে ইউএনও বলেন, “ সেতুটি নির্মিত হলে যমুনা নদীর তীর ঘেঁষে চলা পাটাগ্রাম-সিংড়াবাড়ীর মানুষের ভোগান্তির অবসান ঘটবে। ” উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান মামুন হোসেন হিটলার, সাবেক ইউপি সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু প্রমুূখ।


আব্দুল জলিল ২০-১২-২০২৫ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 469 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com