কাজিপুরে অদম্য নারী পুরস্কার পেলেন চারজন
১৪ জানুয়ারী, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন

  

কাজিপুরে অদম্য নারী পুরস্কার পেলেন চারজন

আব্দুল জলিল
১০-১২-২০২৫ ০৮:৩৬ পূর্বাহ্ন
কাজিপুরে অদম্য নারী পুরস্কার পেলেন চারজন

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী চার জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।একইসাথে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ(২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্যে দিবসটি উপযাপিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তফিজুর রহমান।এসময় তিনি সংক্ষিপ্ত আলোচনা শেষে চার জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় কাজিপুরের চার নির্বাচিত জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী খুদবান্ধি গ্রামের জরিনা খাতুন, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আলমপুর গ্রামের কামরুন নাহার,  সফল জননী হরিনাথপুর গ্রামের ফিরোজা বেগম এবং নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে খুদবান্ধি গ্রামের দেলোয়ারা খাতুন।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ প্রমূখ।        


আব্দুল জলিল ১০-১২-২০২৫ ০৮:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 49 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com