সংঘর্ষ নিয়ে কাজিপুরে জামায়াত–বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
১৪ জানুয়ারী, ২০২৬ ০১:১৪ অপরাহ্ন

  

সংঘর্ষ নিয়ে কাজিপুরে জামায়াত–বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আব্দুল জলিল
০৯-১২-২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
সংঘর্ষ নিয়ে কাজিপুরে জামায়াত–বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নিয়ে জামায়াত ও বিএনপি মঙ্গলবার বিকেলে আলাদা সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেছে।

বিকেল সাড়ে চারটায় চালিতাডাঙ্গা বাজারে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী সেলিম রেজা অভিযোগ করে বলেন, “জামায়াত বহিরাগত লোকজন ও উসকানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছিল। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।” হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি বলেন, আমরা মারামারির রাজনীতিতে বিশ্বাসী নই। জামাত প্রার্থী একজন ভালো ছেলে বলেই জানি। কিভাবে তিনি এই মারামারির ঘটনায় আমাদের দায়ী করে এটা বোধগম্য নয়। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটের মাঠে জয়ী হবার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। লিখিত বক্তব্যে তিনি মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে পাঁচটায় বরইতলা এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা আমির মাওলানা শাহিনুর আলম বলেন, “বিএনপি পরিকল্পিতভাবে তার ওপর ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।” লিখিত বিবৃতিতে বেশ কয়েকজন বিএনপি নেতার নাম উল্লেখ করেন তিনি বলেন, এইসব চিহ্নিত বিএনপির লোকজনই আমার নেতাকর্মিদের উপর হামলা করে আহত করেছে।তিনিও এইসব হামলার নিন্দা জানিয়েছেন। 

উল্লেখ্য সোমবার রাত ১১টার দিকে সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জালসায়। স্থানীয় সূত্র জানায়, মঞ্চে একই সময়ে উপস্থিত ছিলেন জামায়াতের শাহিনুর আলম ও বিএনপির সেলিম রেজা। অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেলিম রেজা মঞ্চ ত্যাগ করেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে শাহিনুর আলম হামলার শিকার হন বলে অভিযোগ। পরবর্তীতে সোনামুখী বাজার এলাকায় দ্বিতীয় দফায় জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হন। দলটির দাবি- সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১৫ জন।তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আব্দুল জলিল ০৯-১২-২০২৫ ০৮:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com