শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-১১-২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই পুরাতন বাজারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী
২টি অভিযানে ৮টি মামলায় মোট ১২ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ এই রোডে কয়েকটি বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে। এতে করে চারজন নিহত ও অনেকে আহত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,“ এই সড়কে বেপরোয়া যানবাহন ও কাগজপত্রবিহিনী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে এমন অভিযান অব্যাহত থাকবে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com