“চাঁদা দাবির অভিযোগ জামায়াত ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে” সংবাদের তীব্র প্রতিবাদ
১৪ জানুয়ারী, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

  

“চাঁদা দাবির অভিযোগ জামায়াত ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে” সংবাদের তীব্র প্রতিবাদ

আব্দুল জলিল
১৮-১১-২০২৫ ১০:৫২ অপরাহ্ন
“চাঁদা দাবির অভিযোগ জামায়াত ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে” সংবাদের তীব্র প্রতিবাদ

সম্প্রতি newsg24.com  নামক একটি অনলাইনে    “চাঁদা দাবির অভিযোগ জামায়াত ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধ” একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে ভুল তথ্য পরিবেশন করে পুরো এলাকাবাসীর মান সম্মানে আঘাত হানা হয়েছে।

কাজিপুরের হরিনাথপুর (সিরাজগঞ্জ), ১৫ নভেম্বর, ২০২৫: অত্র হরিনাথপুর গ্রামের নিরীহ ও গরিব মানুষের ওপর সুদের অমানবিক ব্যবসা ও জোরপূর্বক মাত্রাতিরিক্ত সুদ আদায়ের মাধ্যমে অত্যাচার চালানো সুদী কারবারী গরীবের রক্ত চোষক রশিদ-এর মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমরা হরিনাথপুরবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি, রশিদ নামক এই সুদী ব্যবসায়ী তার অমানবিক শোষণমূলক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং গ্রামের মানুষকে রক্ষা করার উদ্যোগ নেওয়ায়, আমাদের সকলের শ্রদ্ধেয় হরিনাথপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্যার এবং রিপন মেম্বর সহ গ্রামের অন্যান্য সম্মানিত ও সমাজসেবী ব্যক্তিদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ এনেছে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, এই ধরনের সামাজিক কীট তার নোংরা ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার জন্য অবৈধ উপার্জনের টাকা ব্যবহার করে হবংিম২৪.পড়স-এর মতো কিছু অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদও প্রকাশ করেছে। এই ধরনের হীন চেষ্টা প্রমাণ করে যে রশিদ তার অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে এবং প্রতিবাদীদের সম্মানহানি করতে কতটা নিচে নামতে পারে। হরিনাথপুরের সর্বস্তরের মানুষ জানে, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্যার এবং মেম্বর রিপন সহ যারা এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা সকলে গ্রামের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। তাদের বিরুদ্ধে আনা এই কুৎসা রটনা কেবল তাঁদের ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং গ্রামের ঐক্য ও শান্তির ওপর একটি কাপুরুষোচিত আঘাত। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, রশিদ একজন সুদখোর এবং তার সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

 আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, তারা যেন এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং সমাজের এই ধরনের কীটদের কঠোর হাতে দমন করেন।


আব্দুল জলিল ১৮-১১-২০২৫ ১০:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 525 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com