কাজিপুরে যমুনা থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারীর অর্ধলক্ষ টাকা দণ্ড
১৪ জানুয়ারী, ২০২৬ ০১:০০ অপরাহ্ন

  

কাজিপুরে যমুনা থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারীর অর্ধলক্ষ টাকা দণ্ড

আব্দুল জলিল
১৫-১১-২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন
কাজিপুরে যমুনা থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারীর অর্ধলক্ষ টাকা দণ্ড

স্টাফ রিপোর্টারঃ  

কাজিপুরে যমুনা নদীর মেঘাই ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোঃ শামীম(২৭)। তিনি পিরোপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আব্দুস সাত্তারের পুত্র। ওই ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনার আইনের ৪ ধারা ভঙ্গের করে  ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করছিলেন। শনিবার বেলা এগারটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তাকে হাতেনাতে ধরে ফেলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।

 অভিযানে অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এসিল্যান্ড নাঈমা জাহান সুমাইয়াসহ বাংলাদেশ আর্মি কাজিপুর ক্যাম্প, কাজিপুর থানা পুলিশ, নৌ-পুলিশ সদর থানা এবং কাজিপুর আনসার গার্ডদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী অংশ নেন।  ইউএনও  বলেন, এখন থেকে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।


আব্দুল জলিল ১৫-১১-২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 954 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com