নমিনেশন পেলে কাজিপুরে বিএনপির ৫৪ বছরের আক্ষেপ ঘোচাব- সেলিম রেজা
২৫ অক্টোবর, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ন

  

নমিনেশন পেলে কাজিপুরে বিএনপির ৫৪ বছরের আক্ষেপ ঘোচাব- সেলিম রেজা

আব্দুল জলিল
২৪-১০-২০২৫ ০৭:০৭ অপরাহ্ন
নমিনেশন পেলে কাজিপুরে বিএনপির ৫৪ বছরের আক্ষেপ ঘোচাব- সেলিম রেজা

স্টাফ রিপোর্টারঃ  

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, আমাকে দল মনোনয়ন দিলে কাজিপুরে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে, ৫৪ বছরের আক্ষেপ ঘোচাব ইনশা আল্লাহ। আজ শুক্রবার(২৪ অক্টোবর)  বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ  অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দলের কান্ডারি তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বিএনপির দলীয় নেতাকর্মিদের সমর্থন যেদিকে বেশি, সেই দিকের নেতাকেই এমপি পদে এবার দলীয় মনোনয়ন দেবে হাই কমান্ড।

 নিজেকে ১৭ বছরের নির্যাতিত এবং দলীয় নেতাকর্মিদের সুখে দুঃখে পাশা থাকার নেতা হিসেবে দাবী করে সেলিম রেজা বলেন, আমার পরিবারের সদস্যদের হামলা মামলা, জেল জুলুম, বাড়ি ছাড়া, চাকুরিছাড়া করেছে বিগত সরকারের লোকজন। হত্যার উদ্দেশ্যে একাধিকবার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। তারপরেও দলের আদর্শের বাইরে একচুলও যাইনি।

স্বাধীনতার ৫৪ বছরেও এই কাজিপুর থেকে ধানের শীষ জয়লাভ করতে পারেনি। এবার মোক্ষম একটি সুযোগ এসেছে। যদি হাই কমান্ড সবকিছু বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করে তবে কথা দিতে পারি ইনশা আল্লাহ ধানের শীষ কাজিপুরে ইতিহাস সৃষ্টি করবে। অন্যথা হলে আবারো অন্ধকারে ডুবে যাবে সমূহ সম্ভাবনার তরী।

  কাজিপুরের প্রতিটি গ্রামের মাটি ও মানুষের  সাথে রয়েছে আফজাল পরিবারের এক নিবিড় মেলবন্ধন উল্লেখ করে সেলিম রেজা বলেন, আবার পিতাও জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কোন অন্যায়ের সাথে আপোষ করেন নি। আমিও সেই রক্তের উত্তরাধিকার। এবার জনগণের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে কাজিপুরে বিএনপির একটি শক্ত ঘাঁটি গড়তে চাই। তার জন্যে এমপি পদে তাকেই দল বেছে নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

 এসময় কাজিপুর উপজেলা  বিএনপির যুগ্ন্ সম্পাদক সাইদুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রশিদ রানাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২৪-১০-২০২৫ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 736 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com