শিরোনামঃ
![]() ০৯-১০-২০২৫ ০৭:২০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সমাজ সেবক এবং আলোকিত মানুষ মরহুম আতাহার -সাজাহান দরিদ্র মেধাবী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর আজিম উদ্দিন মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা জাহান সুমাইয়া। কাজিপুরের কৃতি সন্তান রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ড. মোঃ সাজজাদ হোসেন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম মোঃ ইয়াছিন আলীর অর্থায়নে একজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা, একটি সনদ ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাসুদ রানা, সুলতান মাহমুদ, আল আমিন।
সভায় ড. মোঃ সাজজাদ হোসেন বলেন, “ছাত্রাবস্থায়ই মাথায় নিয়েছি কিভাবে মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা যায়। আমার পিতা একজন সজ্জন শিক্ষক ছিলেন। তাঁর চেতনাতেও ছিলো সমাজের মেধাবীদের উন্নয়নের স্বপ্ন। ছেলে হিসেবে আজ আমি পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরে ভালো লাগছে। আশা করছি আমরা দুই বন্ধু (ইয়াছিন)এই প্রচেষ্টার পরিধি আগামীতে আরও বাড়াতে কাজ করে যাবো।”
প্রধান অতিথি বলেন, “মেধাবীদের পৃষ্ঠপোষকতা সমাজে আলোকিত মানুষ সৃষ্টির সহায়ক। আজকে যারা এই মহানুভবতার সাক্ষর রাখলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে তারাও একদিন এই কাজের এগিয়ে আসবে। এমনি করে পুরো সমাজ একদিন আলোকিত মানুষের সমাজ হবে বলে আমি বিশ্বাস করি।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com