শিরোনামঃ
![]() ০৫-১০-২০২৫ ০১:৩৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবসে তিন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক আবদুল জলিল। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলায়াতের পরে মৃত ও জীবিত সকল শিক্ষকের জন্যে বিশেষ দোয়া করা হয়। পরে কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা এবং শিক্ষককে একইসাথে সমান গুরুত্ব দিয়ে সঠিক কর্মপরিকল্পনা মাফিক এগুতে পারলেই কেবল শিক্ষার প্রকৃত সুফল পাওয়া যাবে। শিক্ষা কখনোই সরকারি আর বেসরকারি থাকতে পারে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম। এরপর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রবীণ সহকারি শিক্ষক রোকেয়া খাতুন, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারি শিক্ষক আছিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসব শিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। একইসাথে তাদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এসময় কর্মরত অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com