সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
০৯ অক্টোবর, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৭-০৯-২০২৫ ০৫:১৯ অপরাহ্ন
সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

কাজিপুরে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন  জাতীয়  স্কুল  মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া  প্রতিযোগিতা ২০২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।  

 শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে   উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের  আয়োজনে উপজেলা পরিষদ খেলার মাঠে অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতা অনৃষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম। 

 উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক টি এম মাহবুব তালুকদার শরিফ এর সঞ্চালনায় অন্যতের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, আর ডি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা,হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম,  বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মোঃ আসাদুজ্জামান ও পচ্চিম বেতগাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষকগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় ফুটবল  বালক দল বিজয়ী হরিনাথপুর  উচ্চ বিদ্যালয়, রানারআপ খাসরাজবাড়ি  উচ্চ  বিদ্যালয়, ফুটবল  বালিকা দল বিজয়ী গান্ধাইল বালিকা  উচ্চ বিদ্যালয়, রানারআপ আর ডি  উচ্চ বিদ্যালল, হ্যান্ডবল বালক ও  বালিকা দল বিজয়ী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়  উচ্চ বিদ্যালয়, রানারআপ আরডি  উচ্চ বিদ্যালয়,কাবাডি বিজয়ী বালক ও বালিকা  দল মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া  উচ্চ বিদ্যালয়, রানারআপ আর ডি উচ্চ বিদ্যালয, এছাড়া মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয় সাতার  প্রতিযোগিতায় সব ইভেন্ট বিজয় অর্জন করেছে। খেলা পরিচালনায় ছিলেন  সহকারী শিক্ষক শরীরচর্চা মোঃ শাহীন হোসেন, রহুল আমিন,  কামরুল হাসান, আনোয়ার হোসেন, রেজানুর, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, রেফারি আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, আবুল কালাম, আমিনুল ইসলাম বিদ্যুৎ।#  


আব্দুল জলিল ২৭-০৯-২০২৫ ০৫:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 28 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com