নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলার দাবীতে কাজিপুরে নদীতীরে মানববন্ধন
০১ নভেম্বর, ২০২৫ ০৫:০০ পূর্বাহ্ন

  

নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলার দাবীতে কাজিপুরে নদীতীরে মানববন্ধন

আব্দুল জলিল
৩১-০৮-২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন
নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলার দাবীতে কাজিপুরে নদীতীরে মানববন্ধন

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙনরোধ ও  যমুনার পূর্বপাড়ে অবস্থিত ছয় ইউনিয়ন নিয়ে পৃথক যমুনা উপজেলা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা নিশ্চিন্তপুরের ৬ নম্বর নৌকাঘাটে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত ঘন্টাকালব্যাপী মানববন্ধনে ছয় ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন। যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয়া লোকজন দ্রুততম সময়ের মধ্যে চরের ছয় ইউনিয়ন নিয়ে যমুনা নামের পৃথক উপজেলা গঠনের দাবী জানান।

একইসাথে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, প্রকৌশলী সুমন,  প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আবুল কালাম মাস্টার, প্রভাষক মোদাচ্ছির রহমান প্রমূখ।


আব্দুল জলিল ৩১-০৮-২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com