শিরোনামঃ
আব্দুল জলিল ৩০-০৮-২০২৫ ০৫:০৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ বিএনপির কান্ডারি তারেক জিয়ার ৩১ দফা প্রচারে গিয়ে জননেতা সেলিম রেজা অশীতিপর এক প্রৌঢ়ার ভালোবাসায় ও দোয়ায় সিক্ত হলেন। কবির ভাষায়“ সেই ধন্য নরকূলে, লোকে যারে নাহি ভোলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।” ছোটবেলার ভারসম্প্রসারণে পড়া কথার অর্থ তখন বুঝতে না পারলেও এটা এখন স্পষ্ট যে মানুষের জন্যে কাজ করলে তাকে মানুষ মূল্যায়ণ করে। যারা এলাকায় থেকে মানুষের দুঃখ দুর্দশার কথা শোনের, অসহায়ের পাশে সহায়তার হাত নিয়ে দাঁড়ান তাদেরই মানুষ নির্দ্বিধায় মনের মন্দিরে স্থান করে দেয়। এটাই তার প্রমাণ।
আজ শনিবার সকালে উপজেলার গান্ধাইল গ্রামে তারেক জিয়ার ৩১ দফার দাওয়াত পৌঁছাতে গেলে জননেতা সেলিম রেজার মাথায় হাত দিয়ে আর্শীর্বাদ করেন এক পৌঢ়া মহিলা।এসময় এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। ওই মহিলা ভিড় ঠেলে সেলিম রেজাকে দেখতে আসেন। এক পর্যায়ে তিনি নেতার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। উপস্থিত দলীয় নেতাকর্মিরা এসময় দাঁড়িয়ে ওই মহিলাকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আবেগ সামলে সেলিম রেজা বলেন, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত । আমার পিতাও কাজিপুরে বিএনপির বীজ বপনকারিদের অন্যতম ছিলেন। বার বার আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমার বৃদ্ধা মাসহ পরিবারের অনেককে লাঠি দ্বারা আঘাত করা হয়েছে। মিথ্যা হামলা মামলা দিয়ে দিনের পর দিন আমাদের চারভাইসহ দলীয় নেতাদের আ.লীগ দৌড়ের উপর রেখেছে। নিজের বাড়িতেও থাকতে পারি নাই। তারপরেও দলীয় নেতাকর্মিদের ভূলি নাই। সব সময় তাদের সাথে যোগাযোগ ছিলো। যেমন এখনো তাদের সাথে নিয়ে মাঠে সক্রিয় রয়েছি। আজ ওই বৃদ্ধা মা আমাকে যে দোয়া দিলেন মাথায় হাত বুলালেন, এটা আমার রাজনৈতিক জীবনের পরম পাওয়া।আমি এমনি করেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সামনের পথে চলতে চাই। সেলিম রেজা বলেন, আমি হঠাৎ করে এসে দেখা দিয়ে চলে যাওয়ার ছেলে নয়, সেটা আপনারা জানেন ও দেখছেন। আশা করি ভালোমন্দ যাই হোক আপনাদের সাথে নিয়েই তা যেমন উপভোগ করবো তেমনি মোকাবিলাও করবো।
এসময় সাথে ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, গান্ধাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com