শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৮-২০২৫ ০৮:৫৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ “কে মনোনয়ন পেলো, আর কে নির্বাচন করে এমপি হলো এটা আমার কাছে ম্যাটার করে না। আওয়ামী লীগের দুর্গখ্যাত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আমার বাবা মরহুম আফজাল হোসেন সরকার বিএনপি নামক জাতীয়তাবাদী আদর্শের যে বীজ বপন করে গেছেন। চার দশক আগের সেই ছোট্ট ছারা গাছটি এখন ডালপালা গজিয়ে পুরো যৌবনময়। সেই বৃক্ষের ডালপালায় বসে এখন রাজনীতি করতে মাঠে অনেকেই কাজ করছেন। সেই চারা কাজিপুরে জাতীয়তাবাদীর ঝান্ডা বাহকেরা অতি যত্নে সতেজভাবে জীবিত রেখেছেন। এখন সেটি ফল দিতে যাচ্ছে। আর এই ফল নিতে সবার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কাজিপুরের আপামর জনগণ আগের চেয়ে অনেক বেশি সজাগ। তারা বৃক্ষও চেনে ফলও যত্নে লালন করতে বদ্ধ পরিকর। জনগণের ভালোবাসার জোয়ারে সেইপথ ধরেই এবার মনোনয়ন আসবে ইনশা আল্লাহ।”
গতকাল উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন উপজেলা বিএনপির একসময়ের সভাপতি সেলিম রেজা।
এসময় তিনি আরও বলেন, “কাজিপুরের মাটিতে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে পেরেছি এজন্য মহান আল্লাহ তা'আলার কাছে শুকরিয়া আদায় করি। পরবর্তী প্রজন্মের জন্য কাজিপুরের মাটি জাতীয়তাবাদের ফলবান উর্বর ভুমি তৈরী করে রেখে যেতে পারাটাই আমার রাজনৈতিক নেতৃত্বের স্বার্থকতা।”
সেলিম রেজা ঢেকুরিয়া হাটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে করমর্দন করে সবার দোয়া কামনা করেন। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।গণসংযোগকালে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেল বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম তোতা, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com