কাজিপুরে ভোটের মাঠের নায়ক বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা- যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে
০৯ অক্টোবর, ২০২৫ ০৯:৫৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে ভোটের মাঠের নায়ক বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা- যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

আব্দুল জলিল
২৮-০৮-২০২৫ ০৯:০২ পূর্বাহ্ন
কাজিপুরে ভোটের মাঠের নায়ক বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা- যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। আ.লীগ বিহিন কাজিপুরে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল। এরইমধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা দলের নেতাকর্মিদের সাথে নিয়ে  দিন রাত একাকার করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।ভোটারগণও দীর্ঘদিন ভোট দিতে না পারার ব্যর্থতাকে ঢেকে ফেলে এবার প্রস্তুতি নিচ্ছেন ভোট দেবার। তাদের যে কদর এখনও আছে সেটি বোঝাতেই মাঠে রয়েছেন সেলিম রেজা। কে বিএনপির টিকিট পাবে আর পাবে না, এই ভাবনা ঝেড়ে ফেলে সাধারণ মানুষের মন জয় করে জাতীয়তাবাদী চেতনার বিকাশ কাজিপুরের মাটিতে নতুন করে প্রথিত করতে এবার তিনি উঠে পড়ে লেগেছেন। তাকে কাছে পেয়ে সাধারণ মানুষ সাড়াও দিচ্ছেন। তাদের কথা, বিপদে আপদে যাকে কাছে পাই সে মোদের সেলিম ভাই। তার সাথে দেখা করতে বা কথা বলতে কোন মাধ্যমের প্রয়োজন পড়ে না। হঠাৎ করে এসে আবার চলেও যান না। এমন নেতা সেলিম রেজা বলে মন্তব্য করেন চরকাদহ গ্রামের প্রবীন এক মুরব্বী সবুর মন্ডল। 

এবার নতুন ভোটার হয়েছেন চালিতাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের অনুভূতি এরকম--- ভোটের মাঠে সরব উপস্থিতি এবং প্রচার প্রচারণায় এখনই কাজিপুর সরগরম করে রেখেছেন সেলিম রেজা। তাকেই কাছে পাই আমরা। ভাই ভেবেছি প্রথম ভোটটি যাতে তাকে দিতে পারি। 

এমনি করে আবাল বৃদ্ধ সবার মুখে মুখে উচ্চারিত হচ্ছে সেলিম রেজাই যোগ্য নেতা। গত কয়েকদিন তিনি একের পর এক উপজেলার সোনামুখী  ও মাইজবাড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করেছেন। তাদের খোঁজ খবর নিয়েছেন। এর াাগে তিনি উপজেলার ১২ ইউনিয়ন পৌরসভা ও সদরের চার ইউনিয়নে মিটিং করেছেন।

এক প্রশ্নের উত্তরে সেলিম রেজা বদ্বীপ বাংলাদেশকে বলেন, আমি আপনাদের সেলিম রেজা।ভিন্ন্ কোন জায়গা থেকে আসি নাই।আমি সব সময়ই আপনাদের পাশে আছি। আশা করি আপনাদের স্নেহ ভালোবাসায় সামনের পথে এগিয়ে যেতে চাই। আমাদের নেতা তারেক রহমানসহ হাই কমান্ড আশা করি সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে তিনি মন্তব্য করে বলেন, এবার কাজিপুরবাসী সঠিক নেতা নির্বাচনের দ্বারপ্রান্তে রয়েছে। 


আব্দুল জলিল ২৮-০৮-২০২৫ ০৯:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 370 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com