শিরোনামঃ
![]() ০৯-০৮-২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কাজিপুর উপজেলা বিএনপি। আজ শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সরেজমিন টর্নেডোয় ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে সেখানকার চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঘরবাড়ি হারানো ১১ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ১০ টি পরিবারকে নগদ দুই হাজার করে টাকা প্রদান করা হয়।
বিতরণকালে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, বিএনপি জনগণের ভালোবাসার দল। তাই ক্ষতিগ্রস্থ জনগণের সহায়তা করতে আজকে গৃহনির্মাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হলো।এমনি করেই মানুষের পাশে রয়েছে বিএনপি। এটাই বিএনপির আদর্শ।
মানবিক এই সহায়তা কার্যক্রমে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com