শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-০৭-২০২৫ ০৬:১৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মহিষামুড়ায় অবস্থিত জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার গাছের চারা ও নগদ অর্থ সহায়তা পেলেন অতিদরিদ্র একশ কুড়িটি পরিবার। বৃহস্পতিবার সকাল দশটায় সংগঠনটির মহিষামুড়া কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে। এসময় সংগঠনটির নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমরা বিগত নয় বছর যাবৎ এই এলাকার কয়েকশ পরিবারকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে চারটি করে গাছের চারা দিচ্ছি। এতে করে তারা যেমন কাঠ ও ফলমূল পাবেন মেতনি ভবিষ্যতের জন্যে একটি বীমা হয়েও থাকলো। পরিবেশের ভারসাম্যও রক্ষিত হলো।
সংস্থাটির ব্যবস্থা পরিচালক মনিরুজ্জামান মনির বলেন, আমরা আজকে কুড়িটি পরিবারকে ছাগল পালন করে স্বাবলম্বী করতে কুড়িজনকে পাঁচ হাজার করে টাকা দিচ্ছি। যাতে করে তারা স্বাবলম্বী হবার পথে অনেকদূর এগিয়ে যেতে পারে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল বলেন, জাগরণ পরিবার উন্নয়ন সংস্থাটি পরিবেশ উন্নয়নে যেমন কাজ করছে তেমনি করে মানুষের জভিন মান উন্নয়নের জন্যেও তারা কাজ করছে। নিঃসন্দেহে এটি একটি স্পর্ধিত প্রয়াস বৈকি।অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি হারুনার রশিদ, লাভলী বেগম, সংস্থাটির শাখা ব্যবস্থাপক শাািকল আগম্মেদ, কর্মসূচি সংগঠক আবু রায়হান, মাঠ সমন্বয়ক তানভীর রহমান প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com