শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৭-২০২৫ ০৯:০৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী রফিকুল ইসলাম বাদশা আর নেই। আজ সোমবার বিকেলে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তার বয়স হয়েছিলো ৫৭ বছর।তিনি ১৯৯৭ সাল থেকে কলেজের কর্মরত ছিলেন। গত কয়েকবছর যাবৎ তিনি ডায়াবেটিস, ব্যথাসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। অনেক চিকিৎসাও নিয়েছেন। অনেকগুলো অপারেশনও করতে হয়েছিলো।মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রফিকুল ইসলাম বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলামসহ আমিনা মনসুর কলেজ পরিবার।তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে বাদশার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মঙ্গলবার সকাল দশটায় আমিনা মনসুর কলেজ ক্যাম্পাসে তার জানাজা নামায অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com