পবিত্র ঈদুল আযহায় সোনামুখী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহায় শুভেচ্ছা রইলো...
১০ জুলাই, ২০২৫ ০৬:৫৯ পূর্বাহ্ন

  

পবিত্র ঈদুল আযহায় সোনামুখী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহায় শুভেচ্ছা রইলো...

আব্দুল জলিল
০৬-০৬-২০২৫ ০৬:৫৭ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আযহায় সোনামুখী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহায় শুভেচ্ছা রইলো...

স্টাফ রিপোর্টারঃ মুসলিম উম্মাহর সবচেয়ে ভাবগাম্ভির্য় ও তাৎপর্যময় উৎসব  পবিত্র ঈদুল আযহায় কাজিপুরের সোনামুখী ইউনিয়নবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।  পবিত্র হজ্বের পরে কোরবানী দেবার মাধ্যমে পালিত হয় ঈদুল আযহা।  এই উৎসবে সবার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেছি।  আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ইসলামের ঐক্য ও সাম্যের পতাকাতলে সবাই সামিল হই। সবার সাথে দোস্তি কারো সাথে শত্রুতা নয় এই হোক আমাদের সবার চাওয়া। বিশেষ করে আমার নিজের নির্বাচনী গ্রাম স্থলবাড়ির আপামর জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আসুন আমরা সবাই মিলে সুন্দর স্থলবাড়ি গড়ে তুলি।নিজ ভালো থাকি, অন্যকে বালো রাখি সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে ভুলে যাই হিংসা, হানাহানি। গড়ে তুলি একটি সুন্দর আগামী।

 

কেএম আনোয়ার হোসেন। ইউপি সদস্য. ১ নম্বর সোনামুখী ইউনিয়ন পরিষদ, কাজিপুর, সিরাজগঞ্জ। প্রপাইটর- মেসর্স সাদিয়া মটরস। 


আব্দুল জলিল ০৬-০৬-২০২৫ ০৬:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 66 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com