শিরোনামঃ
![]() ০৫-০৬-২০২৫ ০১:৪৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবীণ শিক্ষক, বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর শিক্ষাবিদ একেএম আজহার হোসেন ও তার স্ত্রী প্রয়াত উষা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের ৬১ জন দুঃস্থ, এতিম ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার লক্ষীপুর বাজার শহিদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে বিতরণ উপলক্ষে এক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ইমান আলী। প্রধান অতিথি ছিলেন মরহুম আজহার-উষা দম্পতির সন্তান সমাজসেবক কামরুল হাসান তরু। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তরু বলেন, মরহুম আজহার স্যার ছিলেন প্রতিষ্ঠান ও শিক্ষার্থী গড়ার কারিগর। তার হাতে লোহাও সোনায় পরিণত হয়েছে। তিনি সাধারণ মানুষদের কথা ভাবতেন। পারতপক্ষে মানুষকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। আজ আমার মরহুম পিতা মাতার নামে একটি সংগঠন গড়ে উঠেছে এবং তার আয়োজনে দুঃস্থ মানুষদের সহযোগিতা করা হচ্ছে জেনে ভালো লাগছে।আমার ছোটভাই ইউএসও থেকে এই সংগঠন পরিচালনায় সার্বিক সহায়তা করে যাচ্ছেন। তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এই সংগঠনের ব্যানারে আরও বড় পরিসরে এমন উদ্যোগ বাস্বায়নে সচেষ্ট হবেন বলেও তিনি মত প্রকাশ করেন।
সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রিপন বাবুর সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল বারিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, ডাক্তার আব্দুল মান্নান, আব্দুল হালিম, আব্দুস সাত্তার, রনজু মন্ডল, রেজভি আহম্মেদ প্রমূখ। পরে সুগন্ধি চাল, তেল, চিনি, লাচ্চা-সেমাই, গুড়োদুধ, আদা, রসুন ও মসলা সম্বলিত একটি করে প্যাকেট দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com