শিরোনামঃ
![]() ০৫-০৬-২০২৫ ০১:৪২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ অসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর চামড়া প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় লবনের জোগান দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বৃহস্পতিবার(৫ জুন)বেলা ১১ টায় তিনি উপজেলার ২২ টি মাদ্রাসার প্রধানদের মাঝে এই লবন বিতরণ করেন। বিতরণ উপেলক্ষে এক আলোচনাসভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ইউএনও বলেন, ধর্মের অনুশাসন মেনে এতিমখানা, মাদ্রাসা বা অন্য যেকোন সহযোগিতামূলক প্রতিষ্ঠান প্রধান বা পরিচালকদের আরও বেশি যত্নবান হতে হবে।মানুষ দান করলে তা গ্রহণ করে যথাযথভাবে গ্রহণের পাশাপাশি চামড়া প্রক্রিয়াজতকরণের প্রাথমিক ধাপের প্রয়োজনীয় লবন সরকার দিচ্ছে। আশা করি এর সঠিক ব্যবহার আপনারা করেন।এরপর বস্তায় মোট সাত হাজার কেজি লবন প্রদান করা হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশন এর কাজিপুরের কো-অর্ডিনেটর ফেরদৌস আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com