কাজিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ জুলাই, ২০২৫ ০৭:৫১ পূর্বাহ্ন

  

কাজিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আব্দুল জলিল
২০-০৫-২০২৫ ০৬:০৬ অপরাহ্ন
কাজিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মূল প্রতিপাদ্য ছিলো'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা'। যৌথভাবে এর আয়োজন করেন দুর্নীতি দমন কমিশনের পাবনার সমন্বিত জেলা কার্যালয় ও কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

দুইদিনব্যাপী অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী  বিতর্ক প্রতিযোগিতায়  উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।  মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক ফিরোজ হাসান। বিচারক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। বিষয় নির্ধারণ ছিল 'দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা'।

বিতর্কে গান্ধাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা নির্বাচিত হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। প্রতিযোগিতাটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারি পরিচালক মনোয়ার হোসেনও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আব্দুল জলিল ২০-০৫-২০২৫ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 75 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com