শিরোনামঃ
![]() ১৫-০৪-২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন |
আব্দুল লতিফ চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জ চৌহালী উপজেলায় সৃষ্টিতে বিস্ময় মাই টিভি চ্যানেলের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে খাষকাউলিয়া সিদ্দিকিয়া দরসে নিজামী হাফিজিয়া ও কওমি মাদ্রাসায় মাই টিভি বেলকুচি-চৌহালী প্রতিনিধির আব্দুল লতিফ আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। যায় যায় দিনের সাংবাদিক নুজ্জামান রুকুর সঞ্চালনায় মুহতামিম মাওলানা মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক দাউদ রানা,সাংবাদিক আজিজুল হাকিম, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম ,মোঃ লিটন।
চৌহালী ডিগ্রী কলেজের পেশ ইমাম মিজানুর রহমান। মাওলানা আমিরুল ইসলাম। মাওলানা মোঃ একূব আলী, মাস্টার আব্দুল মতিন, প্রমুখ অতিথির বক্তৃতায় বলেন মাইটিভি দীর্ঘ ১৬ বছরের সম্প্রচারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাই টিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে এক ধাপ এগিয়ে। মাই টিভির এই জনপ্রিয়তার ধারা অব্যহত রাখবে,মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করছি।প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। মাই টিভি’র ১৫ ম বর্ষ পূর্তি ও ১৬ তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর নির্মম হামলা নির্যাতনে ও মাই টিভি’র সাফল্য কামণা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com