কাজিপুরে আগুনে নিঃস্ব জেলে পরিবারকে ওসি নূরে আলমের সহায়তা দান
১০ জুলাই, ২০২৫ ০৬:৪৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে আগুনে নিঃস্ব জেলে পরিবারকে ওসি নূরে আলমের সহায়তা দান

আব্দুল জলিল
২৭-০৩-২০২৫ ০৪:১৮ অপরাহ্ন
কাজিপুরে আগুনে নিঃস্ব জেলে পরিবারকে ওসি নূরে আলমের সহায়তা দান

স্টাফ রিপোর্টার 

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কাজিপুর  থানার ওসি নূরে আলম। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায়  অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি  প্রান্তিক জেলে পরিবারকে তিনি ব্যক্তিগভাবে সহায়তা প্রদান করেন। মঙ্গলবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল,০২ কেজি আটা , ০১ কেজি মসুরের ডাল, ০১ কেজি সয়াবিন তেল, ০১ কেজি লবণ,০১ কেজি পেঁয়াজ ,০১ কেজি আলু,১/২ কেজি কাঁচা মরিচসহ প্রতিটি পুরুষ সদস্যকে ০১টি লুঙ্গি ০১টি গামছা, মহিলাকে ০১টি শাড়ি,  ০২ জন মেয়েকে থ্রিপিচ এবং ০২টি  শিশু বাচ্চাকে তাদের পরিদেহ কাপড় প্রদান করেছেন।

 ওসি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমি এই অসহায় পরিবারগুলোর জন্যে কিছু করলাম। মানব ধর্মের নিকটে জোন জাতপাত নেই জানিয়ে তিনি বলেন, আসুন আমরা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই। উল্লেখ্য, গত সোমবার


আব্দুল জলিল ২৭-০৩-২০২৫ ০৪:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com