কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারকে সহায়তা দান
১০ জুলাই, ২০২৫ ০৬:৫১ পূর্বাহ্ন

  

কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারকে সহায়তা দান

আব্দুল জলিল
২৭-০৩-২০২৫ ০৪:১৪ অপরাহ্ন
কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারকে সহায়তা দান

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ব্রাক। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো বাদল নমদাস, শংকর,পরী, অদৃষ্ট ও লীলামনি নমদাস। উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে প্রান্তিক এসব জেলে পরিবারের নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ দশটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।


আব্দুল জলিল ২৭-০৩-২০২৫ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com