বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক চৌহালীর কৃতি সন্তান মারুফ হোসেন প্রান্ত
২০ মার্চ, ২০২৫ ০৪:৩৭ পূর্বাহ্ন

  

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক চৌহালীর কৃতি সন্তান মারুফ হোসেন প্রান্ত

নিউজরুম
০৭-০৩-২০২৫ ০৬:০৫ অপরাহ্ন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক চৌহালীর কৃতি সন্তান মারুফ হোসেন প্রান্ত
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর শিক্ষার্থী মারুফ হোসেন প্রান্ত। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার উমারপুর ইউনিয়নের পাথরাইল গ্রামের বাসিন্দা মরহুম শীতল মোল্লার সন্তান মো: নাজিম উদ্দীনের ছেলে আব্দুল মজিদ মোল্লার ভাতিজা। ছাত্রজীবন থেকেই বিভিন্ন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন প্রান্ত। তার ছাত্র আন্দোলনে দীর্ঘ পথচলা মারুফ হোসেন প্রান্ত ঢাকার মোহাম্মদপুর জোন এবং ইউল্যাব-এর সমন্বয়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার মুখ্যসংগঠক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রান্ত জানিয়েছেন, তিনি শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় চৌহালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই নতুন দায়িত্ব পালনে তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিউজরুম ০৭-০৩-২০২৫ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 493 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com