শিরোনামঃ
![]() ০৭-০৩-২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্ৰামের বাথান বাড়ির একটি বসত ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে।তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস যাবত স্বপন একা দুর্গম চরাঞ্চলের ওই বাথান বাড়ি অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন।ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ।
তিনি প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবী গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মৃতদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে। তবে বাথানের গরু, ভেড়া, ঘোড়া অক্ষত আছে। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশ অনেকটাই পঁচে গেছে।দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে।লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com