শিরোনামঃ
![]() ২৭-০২-২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাশাফি ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কাজিপুর থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাজিপুর থানায় মামলা করেন ফার্মের মালিক আবু সাইদ শাপলু। গত রোববার দিবাগত গভীর রাতে ডাকাতির এই ঘটনা ঘটে।
মামলাসূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত মেসার্স মাশাফি ডেইরি ফার্মে শাহিয়াল ও ফিজিয়ান জাতের ২৪ টি গরু ছিলো। গত গত রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় ১০/১২ জনের ডাকাতের দল ফার্মের নেটের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে লাগানো সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। ঘটনা টের পেয়ে ফার্মের নিরাপত্তা কর্মী বাবু বাধা দিলে তার গলায় ছুরি ধরে রাখে ডাকাতেরা।
এ ঘটনায় ফার্মের মালিক আবু সাইদ বাদী হয়ে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিয়মিত মামলা নেন।
ফার্মের মালিক আবু সাইদ শাপলু জানান, সিসি ক্যামেরা ভাঙ্গার আগ পর্যন্ত ফুটেজ রয়েছে। ডাকাতের দল আসার ভিডিও রয়েছে, পুলিশকে দেখানো হয়েছে। আশা করি পুলিশ সব উদ্ধার করতে পারবে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা প্রাথমিক তদন্ত শেষে কিছু প্রমাণ পেয়েই আজ (বৃহস্পতিবার) নিয়মিত মামলা নেয়া হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট কারায় পুরো ফুটেজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com